ইউকে শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

আজমিরীগঞ্জে ৪ জুয়াড়ী গ্রেফতার নগদ টাকা সহ খেলার সরঞ্জাম উদ্ধার

আজমিরীগঞ্জে ৪ জুয়াড়ী গ্রেফতার নগদ টাকা সহ খেলার সরঞ্জাম উদ্ধার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জেলার আজমিরীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৪ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের (১৩ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন: শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ ধানুহাটি এলাকার মোঃ সঞ্জব আলীর পুত্র আবুল মিয়া (২১), মৃতঃ ফুল মিয়ার ছেলে সানোয়ার মিয়া (২০), সাবাজ মিয়ার ছেলে মোহামিন (২০), আবুল মিয়ার ছেলে সুজন মিয়া (২৪)। এ তথ্য নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, বুধবার দিবাগত রাত পৌনে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: আলমগীর কবিরের নেতৃত্বে একদল পুলিশ শিবপাশা ইউ/পি’র অন্তর্গত পশ্চিমভাগ জবান উদ্দিন চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় তিন তলা বিশিষ্ট ভবনের ছাদের উপর দারোয়ানের থাকার ফাকা কক্ষে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়ারীকে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫ হাজার ৩৬০ টাকা এবং খেলার সরঞ্জামাদি তাস জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । জুয়ারীদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি মো: মাসুক আলী জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ