ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে তিনজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের রবিবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মৃত আমির উল্লা এর ছেলে সুরুজ আলম (৪৪), মৃত আমির উল্লাহ জাকারিয়া (৩১)। জগন্নাথপুর থানার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ওয়াহিদনগর গ্রামের মৃত সমছু মিয়া ছেলে আব্দুল মন্নান (৬৩)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনজার্চ মো. মিজানুর রহমান জানান, থানা পুলিশের পৃথক অভিযানে তিনজন আসামীকে গ্রেফতার করেছে আমাদের পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।










