
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা সুবল চন্দ্র ভৌমিক জাগো নিউজকে জানান, তার মেয়ে সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী। রাতে পড়াশোনার জন্য বকাঝকা করার পর অভিমান করে নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতিঝিলের এজিবি কলোনির বি-৭৫ জি-১৫ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকেন বলেও জানান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।