ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটের বন্যার্তদের জন্য যুক্তরাজ্যের ৫ কোটি টাকার জরুরি তহবিল

সিলেটের বন্যার্তদের জন্য যুক্তরাজ্যের ৫ কোটি টাকার জরুরি তহবিল

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেট বিভাগের বন্যা দুর্গতদের জরুরি ত্রাণ সহায়তার জন্য ৪ লাখ ৪২ হাজার ৫৪৮ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পাঁচ কোটি টাকা) বরাদ্দ দিয়েছে যুক্তরাজ্য। আজ বুধবার ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

ব্রিটিশ হাইক‌মিশন জানায়, সিলেটের বন্যা দুর্গতদের জরুরি ত্রাণ সহায়তার জন্য যুক্তরাজ্য পাঁচ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে। এ নিয়ে গত কয়েক সপ্তাহে বন্যা দুর্গতদের জন্য ৭ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে ব্রিটেন।

যুক্তরাজ্যের এ অর্থ সহায়তা স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে বরাদ্দ করা হয়েছে এবং এর আওতায় জরুরি ত্রাণ সহায়তা বাস্তবায়ন করবে কারিতাস বাংলাদেশ, ক্রিশ্চিয়ান এইড, ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ