
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : ডনবাসের তোশকিভকা এখন পুরোপুরি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন সেভারোডোনেটস্ক জেলা সামরিক প্রশাসনের প্রধান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার সেভারোডোনেটস্ক জেলা সামরিক প্রশাসনের প্রধান রোমান ভ্লাসেনকো বলেন, তোশকিভকার বসতি এখন পুরোপুরি রাশিয়ানদের দ্বারা নিয়ন্ত্রিত।
তোশকিভকার প্রাক-যুদ্ধের জনসংখ্যা ছিল প্রায় ৫,০০০ জন এবং এটি পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের সেভেরোডোনেটস্ক থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) দক্ষিণে অবস্থিত, যা কয়েক সপ্তাহ ধরে মস্কোর সৈন্যদের দ্বারা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে কারণ তারা ডনবাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণের জন্য চাপ দিচ্ছে।
ভ্লাসেঙ্কো বলেন, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির জন্য যুদ্ধ ‘এখন পুরোদমে চলছে’এবং লুহানস্ককে সতর্ক করে দিয়ে বলেছেন, যা প্রতিবেশী দোনেৎস্ক অঞ্চলের সাথে একত্রে ডনবাস গঠন করে, যুদ্ধের ‘কেন্দ্রস্থল’ হয়ে উঠেছে।