ইউকে বাংলা অনলাইন ডেস্ক : ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা প্রণয়নে মঙ্গলবার গণসংহতি আন্দোলনের নেতাদের সঙ্গে সংলাপ করবে বিএনপি। মঙ্গলবার (৩১ মে) বেলা ১১টায় হাতিরপুলের রোজ ভিউ প্লাজায় সংলাপে বসবেন দল দুটির নেতারা।
সোমবার (৩০ মে) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপির চলমান সংলাপের অংশ হিসেবে গণসংহতি আন্দোলনের নেতাদের সঙ্গে সংলাপে বসবেরন বিএনপি নেতারা।
এর আগে নাগরিক ঐক্য ও লেবার পার্টির সঙ্গে বিএনপির সংলাপ অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২৪ মে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তারই অংশ হিসেবে ওইদিনই প্রথম নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপে বসে বিএনপি।
এরপর ২৭ মে বাংলাদেশ লেবার পার্টির একাংশের নেতাদের সঙ্গে সংলাপে বসে বিএনপি। ওইদিন বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।