
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। এতে একজনের নিশ্চিত প্রাণহানি এবং আরো দুজন মারাত্মক আহত হয়েছে।
সোমবার ইয়ুনহাপ বার্তা সংস্থার খবরে এ কথা বলা হয়েছে।
পাহাড়ী পথের সংস্কার কাজের জন্যে হেলিকপ্টারটি নির্মাণ সামগ্রী বহন করছিল। এ সময়ে এটি দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর জিওজের মাউন্ট সেওনজার চূড়ার কাছে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার দু’ঘন্টা পর পাইলটসহ হেলিকপ্টারের আরো দু’আরোহীকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর পাইলটকে মৃত ঘোষণা করা হয়।