ইউকে বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
হেডলাইন

যুদ্ধবিরতির কয়েকটি শর্তে ঐক্যমতে ইউক্রেন ও রাশিয়া

যুদ্ধবিরতির কয়েকটি শর্তে ঐক্যমতে ইউক্রেন ও রাশিয়া

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :  রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির বেশ কয়েকটি শর্তে ঐক্যমত হয়েছে। ইউক্রেনের নিরপেক্ষ থাকার মর্যাদার বিষয়টি ‘গুরুত্বের’ সঙ্গে বিবেচনায় রয়েছে।

বুধবার রাশিয়ার সংবাদমাধ্যম আরবিসি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ল্যাভরভ অভিযোগ করেছেন, ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের আগ্রহের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইউক্রেনের কর্তৃপক্ষের অবস্থান নির্ধারণে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিষ্পত্তিমূলক ভূমিকা রয়েছে।

তিনি বলেন, ‘অথচ আমরা এই বিরোধ দ্রুত নিস্পত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ দেখছি না।’

এর আগে শান্তি আলোচনায় রাশিয়ার দূত ভ্লাদিমির মেডিনস্কি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছিলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনা কঠিন ও ধীর, তবে রাশিয়া ‘আন্তরিকভাবে’ যত তাড়াতাড়ি সম্ভব শান্তি চায়।

তিনি বলেন, ‘আলোচনা কঠিন, ধীরে ধীরে চলছে। অবশ্যই, আমরা চাই যে এটি আরও দ্রুত ঘটুক, এটি রাশিয়ার আন্তরিক ইচ্ছা। আমরা যত তাড়াতাড়ি সম্ভব শান্তিতে আসতে চাই। আমাদের একটি শান্তিপূর্ণ, মুক্ত, স্বাধীন ইউক্রেন দরকার, নিরপেক্ষ – সামরিক জোটের সদস্য নয়, ন্যাটোর সদস্য নয়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ