
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। গোলাগুলি, সংঘাত আর ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪০ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। এর মধ্যে নিহতের সংখ্যা ৬৪। জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয়কারী সংস্থা (ওসিএইচএ) এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় থেকে হতাহতের সংখ্যা প্রকাশ করেছে ওসিএইচএ। কোনো সংঘাতে হতাহতের সংখ্যা নিরূপণের ক্ষেত্রে কঠোর পদ্ধতি ও যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করে থাকে সংস্থাটি। তবে ওসিএইচএ বলছে, ইউক্রেন সংঘাতে ২৪০ বেসামরিক হতাহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে তারা। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা তাদের। কারণ, এখনো অনেক হতাহতের খবরের সত্যতা যাচাই করা যায়নি।
রাজধানী কিয়েভসহ ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ অব্যাহত রেখেছে রাশিয়া।