ইউকে বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

সরকার পতনে একসঙ্গে ‘মরণ কামড়’ দিতে হবে : গয়েশ্বর চন্দ্র রায়

সরকার পতনে একসঙ্গে ‘মরণ কামড়’ দিতে হবে : গয়েশ্বর চন্দ্র রায়

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :  গণতন্ত্রকে মুক্ত করতে অতীতের চেয়ে অধিক শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘আমরা কেউ-ই ভালো নেই। কিন্তু সবাই যদি একসঙ্গে ভালো থাকতে চাই, তাহলে সরকার পতনে আমাদের এক সঙ্গে মরণ কামড় দিতে হবে। তাহলে আমরা সফল হব। আমরাও জনগণকে সঙ্গে নিয়ে ভালো থাকতে পারব।’

আজ শনিবার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় গয়েশ্বর বলেন, ‘দেশের মানুষের নাগরিক অধিকার, মানবাধিকার, বেঁচে থাকার অধিকার, গণতান্ত্রিক অধিকার কোনোটাই নিশ্চিত নয়। মানুষের সব ধরনের অধিকার ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। তেমনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে নিঃশর্তভাবে মুক্ত করাও আমাদের দায়িত্ব।’

দেশের মানুষের ভোটাধিকার ফেরাতে ও দলকে সাংগঠনিক শক্তিশালী করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি (তারেক রহমান) বিশ্বাস করেন আমাদের যার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা যেন সঠিকভাবে পালন করি। কোনো রকম গোঁজামিল না দেই।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘দেশ, মানবতার শত্রু ও গণতন্ত্র বিপন্নকারী এই সরকারকে আন্দলোন মাধ্যমে ক্ষমতার থেকে বিদায় করে মানবতার নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। বিগত দিনে আমরা যে হামলা, মামলা, গুম-খুনের কথা বলে এসেছি এখন পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠনে প্রতিবেদনের মাধ্যমেও এসব সত্য প্রমাণিত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিটি ও গুমের বিষয়ে তদন্ত করছে।’

কম্বল বিতরণ অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, মৎস্যজীবী দলের সেলিম মিঞা, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনে, কবির উদ্দিন মাষ্টার, সাইফুল ইসলাম টুলু, কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিঞা ও এম এ হান্নান মল্লিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র : আমাদের সময়

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ