ইউকে বাংলা অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিশিষ্ট চিত্রশিল্পী মাহমুদুল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাহমুদুল হকের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক মোস্তাফিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে মাহমুদুল হক মারা যান। তার করোনা পজিটিভ ছিল।
আগামীকাল বুধবার বেলা ১১টায় চারুকলায় আনা হবে এই চিত্রশিল্পীর মরদেহ। তারপর তাকে বাগেরহাটের রামপালে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।