ইউকে রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
হেডলাইন

যুক্তরাজ্যে অস্বাভাবিকভাবে বেড়েছে হাসপাতালে ভর্তি

যুক্তরাজ্যে অস্বাভাবিকভাবে বেড়েছে হাসপাতালে ভর্তি

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে হাসপাতালে ভর্তি অস্বাভাবিকভাবে বেড়েছে। দেশটির স্বাস্থ্য সেবা দপ্তর জানিয়েছে, যে সংখ্যক মানুষ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তা গত ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।

এক প্রতিবেদনে বৃহস্পতিবার বলা হয়, বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশ নতুন করে কঠিন বিধিনিষেধ আরোপ করছে।

ভারতে করোনা বেড়ে যাওয়ার জেরে নির্বাচনে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। চীন এগোচ্ছে তার ‘জিরো-কোভিড’ নীতি নিয়ে।

জানা যায়, গত ৪ জানুয়ারি পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ২৭৬ জন। গত দুই দিনে এ সংখ্যা আরও বেড়েছে।

যুক্তরাজ্যে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৭৪৭ জন। এ ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে ৩৪৩ জনের।

পুরো মহামারি পর্বে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৩৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন; মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ২৮৪ জনের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com