ইউকে বাংলা অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের আবারও নতুন করে রেকর্ড হয়েছে । একদিন আগের রেকর্ড ভেঙে আবারও নতুন রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হলো দেশটিতে।
রোববার বার্তাসংস্থার এক প্রতিবেদনে বলা হয়, সরকারি পরিসংখ্যানে অনুযায়ী শনিবার যুক্তরাজ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬২ হাজার ৫৭২ জনের। আগেরদিনের চেয়ে যা বেশি ২ হাজার ২৯৬ জন বেশি। শুক্রবার দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ছিলো ১ লাখ ৬০ হাজার ২৭৬ জন।
এছাড়াও যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনার কারণে মৃত্যু হয়েছে ১৫৪ জনের। মৃতের সংখ্যা অবশ্য আগের দিনের চেয়ে কমে এসেছে। আগের দিন প্রাণহানি হয়েছিলো ১৭৮ জনের।
গোটা ইউরোপজুড়ে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়াতে শুরু করার পর গত ডিসেম্বর থেকেই সংক্রমণের হারে একের পর এক রেকর্ড হতে থাকে যুক্তরাজ্যে। একেবারে শেষ অবলম্বন হিসেবে নতুনভাবে কঠোর বিধি-নিষেধ চালু হতে পারে বলে জানিয়েছেন ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী।