ইউকে বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
হেডলাইন

হাসপাতালে ভর্তি বিএনপিনেতা আমান

হাসপাতালে ভর্তি বিএনপিনেতা আমান

 

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত হয়ে সোমবার (২০ ডিসেম্বর) তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ডা. হাসান শাহরিয়ারের তত্ত্বাবধানে ভর্তি হন।

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রফিক সিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমান উল্লাহ আমান নানা রোগে আক্রান্ত। বুধবার (২২ ডিসেম্বর) থেকে তাকে ২৪ ঘণ্টার অবজারবেশনে রাখা হয়েছে। এরপর চিকিৎসকরা সিদ্ধান্ত দেবেন তিনি কবে বাসায় ফিরতে পারবেন।

রফিক সিকদার আরও বলেন, চিকিৎসকরা তাকে কথা বলতে নিষেধ করেছেন। গত রোববার (১৯ ডিসেম্বর) বিএনপি আয়োজিত বিজয় র‌্যালি শেষে নয়াপল্টন থেকে বাসায় ফেরার পথে তিনি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান। বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরদিন সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আমান উল্লাহ আমানের পরিবারের সদস্যরা।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ