ইউকে বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
হেডলাইন

ওমিক্রন সংক্রমণের হার বাড়ছে, সতর্কতা জারি লন্ডনে

ওমিক্রন সংক্রমণের হার বাড়ছে, সতর্কতা জারি লন্ডনে

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ওমিক্রনে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজারে। এর আগে বৃহস্পতিবারও ২৪ ঘণ্টায় এই ভ্যারিয়ান্টে আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার জন। ব্রিটিশ বিজ্ঞানীদের মতে, আগামী দিনে সংক্রমণ আরও ব্যাপক হারে বাড়লেও আশ্চর্যের কিছু নেই।

বিজ্ঞানীরা বলছেন, সম্ভবত ওমিক্রনের মাধ্যমেই করোনার আর একটি ঢেউ আসছে ব্রিটেনে। এরইমধ্যে লন্ডনের মেয়র শহরের প্রতিটি হাসপাতালকে প্রস্তুত থাকতে বলেছেন।

বৃহস্পতিবার পর্যন্ত ব্রিটেনে ওমিক্রন আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আছেন  এই ভ্যারিয়েন্টে আক্রান্ত ৮৫ জন।

বিজ্ঞানীদের মতে, কোভিড বিধি-নিষেধ যদি আরও কঠোর না করা হয়, তাহলে ভবিষ্যতে দৈনিক ৩ হাজার ওমিক্রন আক্রান্ত হাসপাতালে ভর্তি হবেন।

তারা বলছেন, ওমিক্রন  কতটুকু বিপজ্জনক এখনও জানা যায়নি। তবে ডেল্টা ভ্যারিয়ান্টের তুলনায় এর উপসর্গ মৃদু হতে পারে। কিন্তু ডেল্টার চেয়ে এটি বেশি ছোঁয়াচে।

লন্ডনে গত এক সপ্তাহে কোভিড হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা বেড়েছে ৩০ শতাংশ। কয়েকজন স্বাস্থ্যকর্মীও ওই ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ