
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : অন্যায়ের বিরুদ্ধে বিএনপির যে কোনো কর্মসূচিতে অংশ নেওয়ার প্রতিজ্ঞা করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান।
তিনি বলেন, ‘বিএনপির যে কোনো কর্মসূচিতে আগেও সংহতি জানিয়েছি, সামনেও জানাবো। আমি মনে করি, আজকের কর্মসূচি শেষ কর্মসূচি নয়। সামনে আরও কর্মসূচি করা হবে। সেই কর্মসূচিতে আমি ও আমার দল নাগরিক ঐক্য অংশগ্রহণ করবে।’
শনিবার (১৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এ অবৈধ সরকারকে যতোদিন না নামাতে পারবো, ততোদিন এ আন্দোলন চলবে। নাগরিক ঐক্য আপনাদের সঙ্গে থাকবে।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক আরও বলেন, ‘এ সরকারের কাছে দাবি জানিয়ে লাভ হবে না। সরকারের গলায় গামছা লাগিয়ে দাবি আদায় করতে হবে।’
ভারতের কৃষকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘ভারতের কৃষকরা তাদের দাবি আদায় করেছে। ভারতের এক নেতা দুই হাত দিয়ে করজোড়ে ক্ষমা চেয়েছে। আমি মনে করি, আমার দেশেও একদিন সময় আসবে। বর্তমান সরকার করজোড়ে ক্ষমা চাইবে। কিন্তু দেশের জনগণ ক্ষমা করবে না।’
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যতো অসুস্থ হোক, আল্লাহতায়ালা যেন খালেদা জিয়াকে সুস্থ করে দেন।’
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যতো বাধা বিপত্তি আসুক না কেন, আপনাদের এ কর্মসূচ যেন চলতে থাকে। তারপরে সব মানুষকে একত্রিত করে আন্দোলন এমন পর্যায়ে নিতে হবে যাতে এই স্বৈরাচারি সরকার পতন হয়।’
দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় গণঅনশনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
বিকেল ৪টা পর্যন্ত এ গণঅনশন কর্মসূচি চলবে। এ কর্মসূচি থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।