ইউকে শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
হেডলাইন

এমপি আফজালকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

এমপি আফজালকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

 

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :  কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) আফজাল হোসেনকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে প্রচারসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে আচরণবিধি লঙ্ঘন করায় তাকে এই নির্দেশ দিয়েছে ইসি।

শুক্রবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬-এর ২২ বিধি অনুযায়ী এমপিরা স্থানীয় সরকারের নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না। যেহেতু তিনি বিধি বহির্ভূতভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন, তাই তাকে শনিবারের (২০ নভেম্বর) মধ্যে কিশোরগঞ্জ-৫ এর আওতাধীন নির্বাচনী এলাকা (নিকলী উপজেলা) ত্যাগ করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ