
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের বাংলাদেশী বংশোদ্ভূত বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার মেয়ে ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
কিলবার্ন ও হ্যাম্পষ্টেডের লেবার দলীয় এমপি টিউলিপ এই ঘটনার প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে বলেছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। তবে গাড়ির জানালা ভাঙলেও কোনকিছু গাড়ি থেকে চুরি যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি।
তিনি আরো বলেন, এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি টার্গেট করে হামলা। এরকম হেনস্থা করে তাকে তার দায়িত্ব থেকে সরানো যাবে না। তিনি তার কাজ করে যাবেন।
এই ঘটনার পর টিউলিপ সিদ্দিক লেবার পার্টির শীর্ষ নেতাদের কাছ থেকে ফোন পেয়েছেন। হাউজ অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফোন করেছেন টিউলিপ সিদ্দিক এমপিকে।
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ও শেখ রেহানার কন্যা।