ইউকে বাংলা অনলাইন ডেস্ক : অবশেষে ভা’রতের সেরাম ইন্সটিটিউটের তৈরি করো’নাভাই’রাসের টিকা কোভিশিল্ডকে স্বীকৃতি দিয়েছে যু’ক্তরাজ্য।
বিবিসি জানিয়েছে, এতদিন কোভিশিল্ডকে স্বীকৃতি দিতে যু’ক্তরাজ্যের নানা টালবাহানায় চরম ক্ষুব্ধ হয়েছিল ভা’রত। তবে প্রবেশকারীরা ১০ দিন সেলফ-আইসোলেশনে থাকা থেকে ছাড় পাচ্ছেন কি না তা এখনো নিশ্চিত নয়।
দ্য হিন্দুর খবরে বলা হয়, দেশটির স্থানীয় সময় অক্টোবর ভোর ৪টা থেকে স্বীকৃতি টিকায় তালিকায় কোভিশিল্ড অন্তর্ভুক্ত হবে। তবে এই টিকার সম্পূর্ণ ডোজ নিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে ভা’রতীয়দের।
ভা’রতীয় পররাষ্ট্র এস. জয়শংকর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে বৈঠকের একদিন পর এই ঘোষণা দেয় যু’ক্তরাজ্য।
গত সপ্তাহে যু’ক্তরাজ্যে ভ্রমণ সংক্রান্ত নতুন নিয়ম ঘোষণা করে। যেখানে কিছু দেশ থেকে আগত নাগরিকদের দুই ডোজ টিকা নেওয়া থাকলে আইসোলেশনে থাকতে হবে না বলা হয়। কিন্তু সেই তালিকায় নাম ছিল না ভা’রতের। এতে তীব্র প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি।
ব্রিটেন জানিয়েছে, কোভিশিল্ড টিকা নিয়ে কোনও আ’পত্তি নেই। কিন্তু ভা’রতের টিকা সনদপত্র নিয়ে তাদের স’ন্দেহ রয়েছে। এজন্য ভা’রতের টিকা নেওয়ার সনদপত্র দেখিয়েও লাভ হবে না। ৪ অক্টোবর থেকে জারি হতে চলা নতুন নীতি অনুসারে, ব্রিটেনে ঢুকতে চাইলে ১০ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক।