ইউকে শুক্রবার, ৪ জুলাই ২০২৫
হেডলাইন

কবি হেলাল হাফিজকে সিএমএইচে ভর্তি

কবি হেলাল হাফিজকে সিএমএইচে ভর্তি

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কবি হেলাল হাফিজকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগা এই কবিকে মঙ্গলবার সন্ধ্যায় সিএমএইচে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা এখন স্বাভাবিক রয়েছেন। তার করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।

কবি হেলাল হাফিজের কিডনি, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল নানা সমস্যা রয়েছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন রোগে ভুগছিলেন হেলাল হাফিজ। অন্যান্য হাসপাতালে চিকিৎসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিএমএইচ কর্তৃপক্ষ তাকে সেখানে ভর্তি করেছে। এখন তিনি ভালো আছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ