ইউকে বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

যুক্তরাষ্ট্রের ম্যাগাজিনে সিলেটী দম্পতির সফলতার গল্প

যুক্তরাষ্ট্রের ম্যাগাজিনে সিলেটী দম্পতির সফলতার গল্প

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র্রভিত্তিক ম্যাগাজিন Inc.5000 এর তালিকায় স্থান পেয়েছে সিলেটী দম্পতির সফলতার গল্প। সিলেটের বিয়ানীবাজার উপজেলার কৃতিসন্তান শাহেদ ইসলাম ও তাঁর স্ত্রী শাহেরা চৌধুরীর হাতেগড়া প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এসজে ইনোভেশন’র সফলতার গল্প ম্যাগাজিনটিতে বুধবার (১৮ আগস্ট) প্রকাশিত হয়েছে।

শাহেদ ইসলাম ও তাঁর স্ত্রী শাহেরা চৌধুরীর আইটি প্রতিষ্ঠান এসজে ইনোভেশন সেবার মান, সেবা গ্রহহিতাদের আস্থা অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা দেখিয়ে ইন্ক ম্যাগাজিনের এ বছরের তালিকায় ৪৪৪২ নম্বরে স্থান করে নিয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও তথ্য প্রযুক্তি ভিত্তিক সেরা ৫ হাজার উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে ইন্ক-৫০০০ ম্যাগাজিন। আমেরিকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোকে নিয়ে তারা এই তালিকা তৈরি করে যা ইন্ক-৫০০০ নামে বিশ্বে পরিচিত। ফলে তথ্য প্রযুক্তিখাতের যে কোন উদ্যোক্তা বা প্রতিষ্টানের জন্য এই তালিকায় স্থান পাওয়া বিশেষ মর্যাদার। ইতিপূর্বে এই ম্যাগাজিনের তালিকা মাইক্রোসফট সহ পৃথিবীর খ্যতিমান প্রতিষ্ঠানগুলোতে জায়গা করে নিয়েছিল। তবে ২০২১ সালে এই ধারায় যুক্ত হল বাংলাদেশি দম্পতির তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান এসজে ইনোভেশন। বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান নাগরিক শাহেদ ইসলাম এবং যুক্তরাজ্যে বেড়ে ওঠা বাংলাদেশী বংশদ্ভুত শাহেরা চৌধুরীর হাত ধরে ২০০৪ সালে শুরু হয় প্রযুক্তি প্রতিষ্ঠান এসজে ইনোভেশনের যাত্রা। প্রতিষ্ঠার পর থেকে আস্থার সাথে সেবাদান আর গ্রাহকদের চাহিদাকে প্রাধান্য দিয়েই মর্যাদা পূর্ণ এই অবস্থানে আসতে পেরেছে প্রতিষ্ঠানটি।

৩ হাজারেরও বেশী ওয়েব সাইটের উপর কাজের অভিজ্ঞতা থাকা এই প্রতিষ্ঠান বিশ্বমানের দেড় শতাধিক কর্মী নিয়ে রাজধানী ঢাকা ও সিলেটে দুটি শাখা পরিচালনা করছে। ইন্ক-৫০০০ এর তালিকায় স্থান পাওয়া এসজে ইনভেশনের জন্য বড় অর্জন উল্লেখ্য করে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহেদ ইসলাম বলেন, কর্মীদের খুশী রেখে সেবাগ্রহিতাদের সফলতা এনে দেয়ার মধ্যদিয়ে কোম্পানীর সাফল্যের লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু এই প্রতিষ্ঠানের। এ অর্জনের মধ্যদিয়ে আমরা মনে করি আমাদের বিজনেস মডেল অত্যান্ত কার্যকর ছিল। মর্যাদার এ তালিকায় স্থান পেয়ে আমরা গর্বিত। সততা, সেবার মান এবং সেবাদানে অভিজ্ঞ কর্মীদের উপর আস্থার ফলে অতিমারির এই সময়েও এসজে ইনোভেশন বাংলাদেশে নতুন কর্মী নিয়োগ দিতে সক্ষম হয়েছে। যেখানে বিশ্বের অনেক বড় প্রতিষ্টানগুলোও তাদের জনশক্তি কমাচ্ছে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় দক্ষ ও প্রযুক্তি নির্ভর জনগোষ্ঠি তৈরীর জন্য কমিউনিটি আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে গত ৩ বছরে পাচঁ শতাধিক শিক্ষার্থীকে তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ দিয়েছে এসজে। প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার শাহেরা চৌধুরী বলেন, প্রতিষ্ঠানটি শুধু আকার বাড়েনি, সেবা প্রদানের মান বেড়েছে বহুগুন। একদিকে মেধায়-প্রজ্ঞায় আমরা নিজেদের আরও বিকশিত করে তুলছি, অন্যদিকে পেশাগতভাবেও আমরা পৌছুতে পেরেছি এক ভিন্ন উচ্চতায়। এই অর্জন আমাদের আরো দায়বদ্ধ করে তুললো সেবা গ্রহিতাদের কাছে।

 

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ