ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

লন্ডন বাংলা প্রেসক্লাবের এসজিএম বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বকারী প্রধান সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাব’র স্পেশাল জেনারেল মিটিং গত  আগস্ট রবিবার পূর্ব লন্ডনের এলইএ হলে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল হক চৌধুরী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, সাবেক সভাপতি মোঃ বেলাল আহমদ, সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাবেক সেক্রেটারী নজরুল ইসলাম বাসন, সাবেক সেক্রেটারী মুহাম্মদ আব্দুস সাত্তারসহ ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ কমিটির মধ্যে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি তারেক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ট্রেজারার আসম মাসুম, কমিউনিকেশন সেক্রেটারী মোঃ আঃ কাইয়ুম, আইটি সেক্রেটারী মোঃ সালেহ আহমদ, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারী রেজাউল করিম মৃধা, ইসি সদস্য মোঃ কাইয়ুম আব্দুল্লাহ, পলি রহমান, শাহনাজ সুলতানা, রুপি আমিন, মোঃ ইমরান আহমদ, মোঃ নাজমুল হোসাইন প্রমূখ।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান এক্সিকিউটিভ কমিটির মেয়াদ ইলেকশন পর্যন্ত এবং জেনারেল মেম্বারগনের সদস্য পদের মেয়াদ সংবিধান অনুযায়ী অক্টোবর পর্যন্ত এক্সটেনশন করা হয়। ৩১ জানুয়ারী ২০২২ এর মধ্যে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্টিত হওয়ার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, যত তাড়াতাড়ি সম্ভব আরো একটা এসজিএম এর মাধ্যমে আজকের সভার অসমাপ্ত এজেন্ডাগুলোর উপর বিস্তারিত আলোচনার মাধ্যমে মেজরিটির মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গৃহীত হবে।

সম্প্রতি লন্ডন বাংলা প্রেসক্লাবের একটি স্থায়ী ভবন ক্রয় করার জন্য অতীতের সকল কমিটি মেম্বারসম্মানিত ডোনারসহ বর্তমান এক্সিকিউটিভ কমিটিকে আজকের সভায় বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

পরিশেষে ছিল এক মজাদার নৈশভোজের আয়োজন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ