ইউকে বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

প্রতারণা মামলায় নির্দোষ বাংলা‌দেশি বং‌শোদ্ভূত এম‌পি আপসানা

প্রতারণা মামলায় নির্দোষ বাংলা‌দেশি বং‌শোদ্ভূত এম‌পি আপসানা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সরকারি আবাসন নি‌য়ে প্রতারণার মামলার রায়ে নির্দোষ প্রমাণিত হ‌য়ে‌ছেন যুক্তরা‌জ্যের বাংলা‌দেশি বং‌শোদ্ভূত ও সেদেশের এম‌পি আপসানা বেগ‌ম।

শুক্রবার (৩০ জুলাই) লন্ড‌নের স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্ট এ রায় দিয়েছেন। আপসানা বেগম লন্ড‌নের বাঙালিপাড়া পপলার ও লাইমহাউস আসনের এম‌পি।

জানা গেছে, শুরু থেকেই আপসানা আদাল‌তে তার বিরু‌দ্ধে ২০১৩ সা‌লের জানুয়ারি থে‌কে ২০১৬ সা‌লের মার্চ পর্যন্ত আনীত আবাসন জালিয়াতির অ‌ভি‌যোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন। এই অভিযোগ এনেছিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

তাদের অভিযোগ ছিল, আপসানার কার‌ণে কাউন্সিলের ৬৩ হাজার ৯২৮ পাউন্ড ব‌্যয় হয়ে‌ছে। আপসানার বিরুদ্ধে কাউন্সিলকে অবহিত না করার অভিযোগ আনা হ‌য়ে‌ছিল। গত ১ সপ্তাহ ধরে এই মামলার পূর্ণাঙ্গ শুনানী অনুষ্ঠিত হয়।

আপসানা যুক্তরা‌জ্যের সর্বশেষ জাতীয় নির্বাচ‌নে লন্ড‌নের সব‌চে‌য়ে বে‌শি বাংলা‌দেশী বহুল এলাকা পপলার লাইমহাউস এলাকা থে‌কে লেবা‌র পা‌র্টির ম‌নোনয়ন পে‌য়ে চম‌ক সৃ‌ষ্টি ক‌রেন। য‌দিও সে ম‌নোনয়ন যু‌দ্ধে খোদ বাঙালি‌দেরও বি‌রোধিতার মু‌খোমু‌খি হ‌তে হয় তাকে।

গত নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী শিউন ওককে প্রায় ২৯ হাজার ভোটে হারিয়ে এমপি নির্বাচিত হন লেবার পার্টির প্রার্থী আপসানা। তার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে হলেও বাংলাদেশে তার বাবার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপ‌জেলায়। আপসানার বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ