
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের বেশির ভাগ মানুষের দেহে করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য ইমিউনিটি তৈরি হয়েছে বলে নতুন একটি গবেষণায় জানানো হয়েছে।
‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’ নতুন একটি গবেষণায় এ তথ্য প্রকাশ করেছে।
যেখানে বলা হচ্ছে, দেশটিতে বেশির ভাগ মানুষ টিকা পেয়েছেন। আর এ কারণে ৮৭ শতাংশ মানুষের দেহে করোনার বিরুদ্ধে প্রতিরোধ করার মতো ইমিউনিটি তৈরি হয়েছে।
সর্বশেষ তথ্য মতে, যুক্তরাজ্যে শুক্রবার পর্যন্ত টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৪ কোটি ৬৭ লাখ ৩৩ হাজার ১১৫ জন। আর টিকার দুই ডোজই পেয়েছেন ৩ কোটি ৭৭ লাখ ৮২ হাজার ২৫২ জন।
এদিকে যুক্তরাজ্যে টিকা প্রয়োগের কারণে ৬০ হাজার মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচেছেন বলে জানিয়েছেন, দেশটির ডিপুটি চিফ মেডিকেল অফিসার ভ্যান ট্যাম। তিনি জানান, শুধু যে মৃত্যুর হাত থেকে এতো মানুষ রক্ষা পেয়েছেন তাই নয়, টিকা প্রয়োগের কারণে ২ কোটি ২০ লাখ মানুষ করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেয়েছে।
এদিকে যুক্তরাজ্যে বর্তমানে আক্রান্ত সংখ্যা বাড়লেও সরকারের লকডাউন দেওয়ার কোন পরিকল্পনা নেই বলে জানান ভ্যান ট্যাম।
তিনি বলেন, দেশিতে বেশি ভাগ মানুষ টিকা পেয়েছেন। তাই এখন কোভিডের সাথে যুদ্ধ করার জন্য মানুষের দেহ ইমিউনিটি তৈরি হয়ে গিয়েছে। তাই সরকার লকডাউন নিয়ে কিছু ভাবছে না।
এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ১৫ হাজার ৬১ জন। আর প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫১৫ জন।