ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

মিষ্টি মেয়ে

মিষ্টি মেয়ে

শিমুল দাশ

কন্যা,তোমার চোখের কোণে কাজল রাঙা,

আমি দেখি আর অপলক চেয়ে থাকি!

তোমার চোখে মায়া আছে, আছে আকৃষ্টের তৃষ্ণা

তবুও কন্যা কপাল মন্দ,

তোমার জনম বাঁকা!

দূঃখ তোমার নিত্য সঙ্গি,

নিত্য করছে গ্রাস!

বিষাদের ঘনছায়ায় ঢেকে আছে,

তোমার চারপাশ।

সোনার কন্যার রুপটি ছিলো দুধে আলতা,

মানটা তুমি একটু কমাও ওগো আশালতা!

মিষ্টি মেয়ের চুলটি ছিলো

মেঘের মতো কালো আধার কেটে গেলে

সে আমায় দেখাতো আলো!

জীবন তোমার রঙিন হোক,

হোক সম্পূর্ণ

কানায় কানায় ভালোবাসা থাকুক পরিপূর্ণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ