
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের কথা না ভেবে করোনা নিয়ে ব্যবসা করছে সরকার। এ কারণেই ভ্যাকসিনের বিকল্প উৎসের সন্ধান না করে একটি উৎসের ওপর নির্ভর করেছে তারা। এখন উপায় না দেখে বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছে।
শুক্রবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, শুধু একটা কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য, দুর্নীতি করার জন্য সেটিকে (কোম্পানি) টিকা আনার অনুমতি দিয়েছে সরকার।
অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘গুম-খুন-নির্যাতিত’ পরিবারকে ঈদের শুভেচ্ছা বিতরণ করেন মির্জা ফখরুল।