ইউকে বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
হেডলাইন

‘সরকারের মদদে আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট’

‘সরকারের মদতে আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট’

 

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সরকারের মদদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জিয়া পরিবার ও বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তার নিজের নামেও ভুয়া অ্যাকাউন্ট খুলে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন তিনি।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। শনিবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত সভার সিদ্ধান্ত তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেসবুকে ইদানিং আমার নিজের নামে ফলস ও ফেক অ্যাকাউন্ট সৃষ্টি করে বিভিন্ন রকমের প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পরিবার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামেও ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে মিথ্যা সংবাদ ও মিথ্যা প্রচারণা চালানো হয়। আমরা এর আগেও এসব বিষয়ে নিন্দা জানিয়েছি, আজও নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, আমার মনে হয়, বিষয়টাতে পুরোপুরিভাবে সরকারের মদত আছে এবং সরকারের মদতপুষ্ট দুষ্কৃতিকারীরা এই ঘটনা ঘটাচ্ছে।

বিএনপির মহাসচিব বলেন, একদিকে তারা ভুয়া ঘটনাগুলো করে। একই সঙ্গে সারাদেশে যাতে সত্য প্রচারিত না হয়, জনগণ যাতে সত্য জানতে না পারে, তার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করার মধ্য দিয়ে তারা (সরকার) চরমভাবে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়েছে। এমনকি সাংবাদিকদের যে ন্যুনতম স্বাধীনতা লেখার জন্যে, সত্য কথা বলার জন্য, সেখানেও তারা মিথ্যা মামলা দিচ্ছে। সরকারিভাবে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্নভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে।

খুলনা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আবু তৈয়ব মুন্সির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে খুলনার মেয়রের দায়ের করা মামলায় গ্রেফতারের ঘটনার নিন্দা জানিয়ে এই আইনে গ্রেপ্তারদের মুক্তির দাবি জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ