ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

‘যেদিন আইন মান‌বো না, সে‌দিন কোথাকার বাঁশ কোথায় যা‌বে বুঝ‌বেন’

‘যেদিন আইন মান‌বো না, সে‌দিন কোথাকার বাঁশ কোথায় যা‌বে বুঝ‌বেন’

 

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : ‘অনেকেই ব‌লেন, এই রাষ্ট্র এখন পু‌লি‌শি রাষ্ট্রে প‌রিণত হ‌য়ে‌ছে। তাই আমিও বলি, এই পু‌লিশ আর পু‌লিশ নাই। এই প‌ু‌লিশ আর ওনা‌দের (আওয়ামী লী‌গের) পার্থক‌্য একটাই পু‌লিশ পোশাক প‌রে আর ওনারা প‌রে না।’

বুধবার (১০ মার্চ) খিলগাঁও তালতলা মোড়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে বিএন‌পির যুগ্ম-মহাস‌চিব ও ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির সভাপ‌তি হা‌বিব উন নবী খান সো‌হেল এসব কথা বলেন।

তিনি বলেন, আমা‌দের আজ‌কের সমা‌বেশ মোহাম্মদপুর হওয়ার কথা ‌ছি‌লো কিন্তু ওনা‌দের পছন্দ হ‌লো না এবং জনগণ বেশি হ‌বে ব‌লে তারা সেখা‌নে কর‌তে দেয় নাই। ওনারা (আওয়ামী লীগ) যা ভাব‌ছে বা বল‌বে তাই কর‌তে হ‌বে? না, আমা‌দের স্বাধীনতা আমা‌দের আদায় ক‌রে নি‌তে হ‌বে।

বিএন‌পির এই নেতা ব‌লেন, আমরা অনেক ধৈর্য ধারণ ক‌রে‌ছি। ওনা‌দের‌কে (পু‌লিশ‌কে) বল‌তে চাই আপনা‌দের বেত‌নের টাকা কি শেখ হা‌সিনার ভ্যা‌নি‌টি ব‌্যাগ থে‌কে আসে? আপনা‌দের বেত‌নের টাকা দেয় এই দে‌শের কৃষক-প্রবাসী। তাদের টাকায় আপনা‌দের বেতন দেয়া হয়। ‌কিন্তু আপনারা হা‌সিনার কথা মত অন‌্যায়ভা‌বে চ‌লেন।

তি‌নি ব‌লেন, এখ‌নো আইনের প্রতি শ্রদ্ধা জানাই। যেদিন আইন মান‌বো না, সে‌দিন কোথাকার বাঁশ কোথায় যা‌বে বুঝ‌তে পার‌বেন। তাই এখন দে‌শে গণতন্ত্র ফি‌রি‌য়ে দি‌য়ে নির‌পেক্ষ নির্বাচ‌নের ব‌্যবস্থা ক‌রেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ