ইউকে বাংলা অনলাইন ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বিএনপিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা দলটির প্রতিনিধিদলকে এ আশ্বাস দেন তিনি।
বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়া চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, আজকে পুলিশ প্রধানের সঙ্গে বৈঠক করেছি। তিনি আমাদের কিছু পরামর্শ দিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশ্বস্ত।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু করোনাকাল, তাই স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছেন।
এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দলীয় কর্মসূচিতে সহযোগিতার জন্য বিএনপির পক্ষ থেকে আইজিপির কাছে সময় চাওয়া হয়।