ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সময় আসবে, তারেক ক্যাবিনেট মিনিস্টার হবেন: ফারুক

সময় আসবে, তারেক ক্যাবিনেট মিনিস্টার হবেন: ফারুক

 

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, সময় খুব কাছে। অহংকার করে, চিৎকার করে বলতে পারবো- যারা আজ তারেক রহমানের সাথে রাজনীতি করছেন, যারা পাওয়ার পলিটিকসের কথা বলে তারেক রহমানকে খাটো করছেন। সময় আসবে, তারেক রহমান ক্যাবিনেট মিনিস্টার হবেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সমসাময়িক রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জয়নাল আবদিন ফারুক বলেন, হতাশ হওয়ার কিছু নেই। পৃথিবীতে কোনো স্বৈরাচার বেশি দিন টিকে থাকতে পারে না।

তিনি বলেন, গুম, খুন, হত্যার বিচার এই বাংলার মাটিতে বিএনপি করবেই। আল্লাহ আপনাকে (শেখ হাসিনা) এক হাজার বছর হায়াত দান করুন। আপনি যেন তা দেখে যেতে পারেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরো বলেন, শেখ হাসিনা কিছুদিন পর ১৭ মার্চ আপনার পিতার জন্মদিন। ২৫ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে। আপনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কি করে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার খেতাব কেড়ে নেয়ার প্রস্তাব আসতে পারে?

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ