ইউকে বাংলা অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের লক্ষ্য অর্জনের পথে সাহসের সঙ্গে পথ চলতে হবে। অনেকে বলে শেখ হাসিনা একটার পর একটা আইটেম দেয় আমাদের ব্যস্ত রাখার জন্য। আমাদের কিন্তু এখন ব্যস্ত থাকার প্রয়োজন নেই, অনেক আইটেম নিয়ে মাথা ঘামানোরও দরকার নেই। ওই হীরক রাজার দেশের যে একটা স্লোগান ছিলো- ‘রশি ধরে মারো টান, রাজা হবে খান খান’। আমাদের ওই জায়গায় থাকতে হবে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
জেড ফোর্সের অধিনায়ক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম পদক বাতিলের প্রতিবাদে তারা এই আলোচনা সভার আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমানের খেতাবটা কিন্তু যুদ্ধের। দেশটা কিন্তু ভাষণে স্বাধীন হয়নি, যুদ্ধ করে স্বাধীন হয়েছে। কিসের যুদ্ধ ছিলো? গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। তা আমাদের এই গণতন্ত্র বক্তৃতায় আসবে না, যুদ্ধে আনতে হবে। সেই যুদ্ধটাই আমাদের শুরু করতে হবে। সেই যুদ্ধের ফলাফল হবে গণতন্ত্র পুনরুদ্ধার।