ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

বিএনপিতে যোগ দিলেন জাপা নেতা শওকত চৌধুরী

বিএনপিতে যোগ দিলেন জাপা নেতা শওকত চৌধুরী

 

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : বিএনপিতে যোগ দিলেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা ও কিশোরগঞ্জ আংশিক নিয়ে নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও নীলফামারী জেলা শাখার আহ্বায়ক বিরোধীদলীয় সাবেক হুইপ শওকত চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোরা দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন।

সৈয়দপুর নীলফামারী জেলার একটি উপজেলা হলেও এটি বিএনপির একটি সাংগঠনিক জেলা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা।

যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর সরকার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ, রংপুর জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

যোগদানের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় শওকত চৌধুরী বলেন, আমি এক সময় বিএনপি ও ছাত্রদল করতাম। পরে জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলাম। আবার বিএনপিতে ফিরে এলাম।

তিনি বলেন, আমাকে অনেকে বলেছেন এ দুর্দিনে বিএনপিতে কেন? জবাবে আমি বলেছি এখনই বিএনপিতে যোগদানের সময়।

রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শুধু শওকত চৌধুরী নয়। বর্তমানের অনেক মন্ত্রী এমপিও বিএনপিতে যোগদানের জন্য লাইন ধরে আছেন। মানুষ যদি একটু কথা বলার সুযোগ পায়, একটু রাজনীতি করার সুযোগ পায়, তাহলে অনেকেই বিএনপিতে যোগদান করবেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ