ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

রয়্যাল লন্ডন হাসপাতালে কাল গেলাম: সত্যি ভয়াবহ

◻️আ বু সা ঈ দ আ ন সা রী◻️

গতকাল রয়্যাল লন্ডন হাসপাতালে ছুটে গিয়েছিলাম এক রোগীকে দেখতে। অদ্ভুত এক অভিজ্ঞতা হলো! আগের সেই হাসপাতাল আর নেই! ২৮১ বছর পুরনো পৃথিবীর সর্ব বিখ্যাত বিরাট এই হাসপাতাল। যেখানে Air Ambulance সবসময় উঠানামায় আছে। কাল তার দেখলাম অন্য এক রূপ। এ রূপ বিভৎস, বিভীষিকাময়, আতংকিত হবার মতো! যদিও এই স্টেটাসটি আপনাদেরকে আতংকগ্রস্ত করার জন্য নয়।

মেইন হাসপাতালে ঢুকার আগে আপনাকে অনেক ফরমালিটি পার করে যেতে হবে। যতই নতুন মাস্ক আপনি পরে যান না কেনো, তা খুলে আপনাকে হাসপাতালের মাস্ক পরতে হবে। তাপমাত্রা পরীক্ষা এসব শেষ করে, অনেকক্ষন অপেক্ষার প্রহর গুনাহ পর নিরাপত্তা কর্মিদের বেষ্টনি পার হয়ে ভিতরে গেলাম। যদিও এর আগে বলা হয়েছিলো ভিতরে ঢুকতে পারবো না। রোগীদেরকে চিকিৎসা শেষে ঘরে পৌঁছাবে হাসপাতাল। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদেরকে একমাত্র তখনি আপনি দেখতে পাবেন যখন তারা মৃত্যু শয্যায়। তা হবে শেষ দেখা!

একটু রিস্ক নিলাম, ভিতরে ঢুকলাম, কি ভয়াবহ চিত্র, সত্যি অবিশ্বাস্য, এখানে সেখানে রোগী! কোনো যুদ্ধ- সংঘাত ছাড়া প্রতিদিন গড়ে দুহাজারের মতে মানুষ মারা যাচ্ছেন ইংল্যান্ডে! এ পর্যন্ত প্রায় একশ হাজারের মতো মানুষ চলে গেলেন এ সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে। হে নিষ্ঠুর, নির্দয় করোনাভাইরাস তুমি ক্ষান্ত হও এইবার!

মানুষকে বাঁচাতে কি ব্যর্থ চেষ্টা আমাদের! অথচ এদেশের বাইরে কতো মানুষ না এই ‘বৃটিশরা’ মারলেন, আফগান যুদ্ধে, ইরাক, সিরিয়া যুদ্ধে, মনে আছে আপনাদের সেই সিরিয়ান ছেলের কথা যে মৃত্যুর আগে বলেছিলে, ‘সে আল্লাহকে সব বলে দেবে!’ হয়তো আল্লাহ তার কথা শুনেছেন আর তাই একটি অদৃশ্য ভাইরাস দিয়ে কি পরীক্ষা না করছেন! মনে আছে যে বাচ্চাটা বলেছিলো, আমি মারা গেলে জান্নাতে যাবো যেখানে গেলে অন্তত রুটি খেতে পাবো! হায়! জান্নাতে তারা যা ইচ্ছে তাই করতে পারছে, কিন্তু পৃথিবীতে আমরা ক্ষুদ্র ভাইরাসের কাছে অসহায় হয়ে রয়ে গেলাম!

হে আল্লাহ, আমাদের সাধ্য নেই এই পরীক্ষায় উর্ত্তীণ হওয়া আপনার সাহায্য ছাড়া, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। নির্মম এই করোনাভাইরাস থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করুন, আপনার জন্য সব সম্ভব আল্লাহ। হে আল্লাহ, আপনি করোনাভাইরাস পৃথিবী থেকে তুলে নিলে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ, কারও কাছে আপনার কৈফিয়ত দিতে হবে না। আপনি আমাদের প্রতি রহম করুন আল্লাহ।

আমিন।

জানুয়ারী ২৩, ২০২১।। লন্ডন, ইংল্যান্ড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ