ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

আ. লীগ জনগণ থেকে বিছিন্ন হয়ে পড়েছে: দুলু

আ. লীগ জনগণ থেকে বিছিন্ন হয়ে পড়েছে: দুলু

 

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিহিংসার রাজনীতিতে বাংলাদেশ আজ ক্ষতবিক্ষত। প্রতিহিংসার রাজনীতি করার কারণে আওয়ামী লীগ আজ জনগণ থেকে বিছিন্ন হয়ে পড়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। এভাবে চলতে দেওয়া যায় না।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

সভায় আরো বক্তব্য রাখেন- রাজশাহী সিটির সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, বাবুল চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ আবুল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাসান পরশ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ