
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : গত ২৪ ঘন্টায় ব্রিটেনে করোনা মহামারি শুরু পর থেকে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। একেদিনে মৃত্যুবরণ করেছেন ১৬১০ জন। এর আগে গত ১৩ জানুয়ারী মৃতের সংখ্যা ছিল ১৫৬৪ জন মৃত্যুবরণ করেন। গতকাল সোমবার মৃত্যুবরণ করেছেন ৫৯৯ জন, রবিবার ৬৭১ জন। মোট মৃতের সংখ্যা ৯১ হাজার ৪৭০ জন। মৃত্যুর পরিসংখ্যানে সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩৩৫৫ জন। গতকাল সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৭৫৩৫ জন, রবিবার ছিলো ৩৮৫৯৮ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৬৬ হাজার ৮৪৯ জন। এ পর্যন্ত ভ্যাকসিন প্রথম ডোজ নিয়েছেন ৪২ লাখ ৬৬হাজার ৫৭৭ জন।
এদিকে ব্রিটেনের হাসপাতালগুলোর মধ্যে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৮৪২ জন।