এর ফলে স্কুল, কলেজসহ অপ্রয়োজনীয় পন্যের দোকান এখনো যা চালু ছিলো তা বন্ধ রাখতে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
এই লকডাউনের বিস্তারিত আইনী ব্যাখা আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হবে। তবে নতুন ঘোষণায় যা রয়েছে তার সারমর্ম হচ্ছে সকল স্কুল আগামী হাফটার্ম (ফেব্রুয়ারী) পর্যন্ত বন্ধ থাকবে। নার্সারি এবং স্পেশ্যাল স্কুল চালু থাকবে।
শিশুরা বাবা-মা উভয়কে দেখতে পারবে, যদি তারা আলাদা থাকেন।
বয়স্কদের ঘরে বা শেল্টার হাউজে থাকতে বলা হয়েছে।
অপ্রয়োজনীয় সকল প্রকার পণ্যের দোকান বন্ধ রাখতে হবে। মাদকজাতীয় পণ্য টেইকয়ে দেয়া যাবে না।
আইন অমান্য করলে ২০০ থেকে ১০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।
বিয়ে এবং ফিউনারেল সার্ভিস পূর্বে টায়ার ৪ আইন অনুযায়ী চলবে।
ইউনিভার্সিটির স্টুডেন্টদের আগামী মধ্য ফেব্রুয়ারীর পূর্বে হলে ফিরতে নিষেধ করা হয়েছে।
আউট-ডোর স্পোর্ট ভেন্যু বন্ধ থাকবে, তবে প্লেগ্রাউন্ড চালু থাকবে।
শরীর চর্চার জন্য বাইরে যাওয়া যাবে, মাত্র এক জনের সাথে দেখা করা যাবে।
সাপোর্ট এবং চাইল্ড কেয়ার বাবল অব্যাহত থাকবে।
জরুরী ছাড়া বিদেশ সফর নিষেধ করা হয়েছে।
স্কুল মিল ভাউচার অব্যাহত থাকবে।