
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও ভাস্কর্যবিরোধী প্রচারণায় উসকানি দেওয়ার অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয়জনের বিরুদ্ধে করা মানহানি মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
মামলা গ্রহণের মতো কোনো গুরুত্বপূর্ণ উপাদান না থাকায় ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদার বৃহস্পতিবার এ আদেশ দেন। এর আগে বুধবার একই আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
মামলায় হেফাজত ইসলামের আমির জুনাইদ আহমেদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ মামুনুল হক ও ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ ফয়জুল করিমকে আসামি করা হয়েছিল। ন্যায় বিচারের স্বার্থে তাদের অপরাধ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।-সমকাল