ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

ইংল্যান্ডে ২৫ নভেম্বর থেকে নতুন নিয়মে বাড়ি ভাড়া: করতে হবে রাইট টু-লেট অনলাইন চেক

ইউকে বাংলা অনলাইন ডেস্ক: আগামী ২৫ নভেম্বর থেকে ইংল্যান্ডে রাইট টু-লেট অনলাইন চেক শুরু হচ্ছে। নতুন স্কিমের আওতায় বাড়ির মালিকরা হোম অফিসের ওয়েব সাইটের মাধ্যমে ভাড়াটিয়াদের ভাড়া নেয়ার অনুমতি আছে কিনা তা পরীক্ষা করতে পারবেন। আপাতত, এই অনলাইন চেকিং সার্ভিসটি কেবল ইউরোপিয়ান নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের, যারা ইতিমধ্যে হোম অফিস কর্তৃক সেটেলমেন্ট, রেসিডেন্ট পারমিট কিংবা পয়েন্ট বেসড ক্যাটাগরিতে আছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

কীভাবে এটি কাজ করে তা বাড়িওয়ালাদের রাইট টু-লেট গাইডেন্সে অন্তর্ভুক্ত করা হয়েছে অনলাইন রাইট টু-ওয়ার্ক চেকগুলোর মতো এই সিস্টেমটি সম্ভাব্য ভাড়াটিয়ার ব্যাপারেশেয়ার কোডসরবরাহ করে তাদের হোম অফিসের ইমিগ্রেশন রেকর্ডটি দেখার জন্য অনুমতি থাকবে। প্রাপ্তশেয়ার কোডএবং সেই ব্যক্তির জন্ম তারিখ ব্যবহার করে বাড়িওয়ালা অনলাইনে প্রদর্শিত ছবিটির সাথে সম্ভাব্য ভাড়াটিয়ার মিল আছে কিনা তা যাচাই করতে ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

ভাড়াটিয়াকে কোনো কাগজপত্র প্রদর্শন না করলেও চলবেতবে নির্দেশনাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, সম্ভাব্য ভাড়াটিয়ার উপস্থিতিতে বা ভিডিও লিঙ্কের মাধ্যমে এটি করতে হবে।ভাড়াটিয়ারধারাবাহিকবাসীমাবদ্ধরাইট টু-লেট এর অনুমতি আছে কি-না তা সিস্টেমের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এই নির্দেশিকায় বাড়ির মালিকদেরকে সতর্ক করে বলা হয়েছে যে: “যদি অনলাইন চেকের ভিত্তিতে কারো সাথে ভাড়ার চুক্তি করেন তবে এটি যথাযতভাবে স্পষ্ট অনলাইন সার্ভিসের ফটোগ্রাফের ব্যক্তিটির সাথে মিল থাকতে হবে। এর ব্যত্যয় ঘটলে বাড়ির মালিকদেরকে জরিমানা গুনতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ