
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : প্রিয় হুমায়ূন আহমেদ, শুভ জন্মদিন! একটা মানুষের প্রতি কতটা মুগ্ধ হওয়া যায়? কতটা ভালোবাসা যায় একজনকে সারা জীবনে? আমি আপনার প্রতি বারেবারে মুগ্ধ হই। কিভাবে মানুষকে এতোটা মুগ্ধ করেন আপনি?
– আমার জানা নেই।
আজকে ১৩ নভেম্বর। হুমায়ূন আহমেদের জন্মদিন। হুমায়ূন আহমেদ মানে একটা শতাব্দী। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর যে পথচলা শুরু তার আক্ষরিক শেষ ২০১২ সালের ১৯ জুলাই। স্বাধীনতাপরবর্তী বাংলা কথাসাহিত্যের স্বর্ণযুগ স্রস্টা হুমায়ূন আহমেদ। বাংলা কথাসাহিত্যকে যদি একটা সাম্রাজ্য ধরে নেয়া হয়,তাহলে সেই সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট হুমায়ূন আহমেদ নামের এই শব্দের জাদুকর। রবীন্দ্র-শরৎচন্দ্র যুগের পরে বাংলা কথাসাহিত্যকে তিনি তার সুনিপুণ হাতে দিয়েছেন নতুন রূপ। বাংলা চলচ্চিত্রেও আছে তার ছোঁয়া। ৫৬ হাজার বর্গমাইলকেও যিনি ছাড়িয়ে গেছেন শব্দের মোহে।
প্রিয় হুমায়ূন আহমেদ,
আপনি নেই এটা আমি কখনোই ভাবিনা। আপনি যেতে পারেন না। আমি আপনাকে কখনোই শুধু একজন লেখক হিসেবে বিশ্বাস করিনা, আপনি একজন জাদুকর। শব্দের জাদুকর। আমার দেখা সত্যিকারের একজন জাদুকর। হৃদয় ছুঁয়ে দেয়ার ক্ষমতা আপনার আছে। শব্দের মায়াজালে আপনি জড়িয়েছেন লক্ষ ভক্তদের। আপনি অনন্তকাল থাকবেন লক্ষ ভক্তের হৃদয়ের মাঝে। আপনাকে নিয়ে আমি অনেক লিখেছি। অনেক! জানিনা সেগুলো কখনো প্রকাশ করার সুযোগ পাবো কি না।আমার এই লেখালেখির ভুবনে আসার একমাত্র কারণ আপনি। আমি আপনাকে দেখিনি। কিন্তু আমার মনে হয়,আপনি আমার খুব পরিচিত কেউ একজন। আমার আপনজন। আপনার সৃষ্টি মানুষকে হাসাবে,কাঁদাবে অনন্তকাল। আপনি আমাদের মাঝে থাকবেন অনন্তকাল। আমার ধারনা আমি সারাজীবন আপনার লিখা পড়েই কাটিয়ে দিতে পারবো।
ওপারে ভালো থাকবেন। চিঠির জবাব আমি পেয়ে যাবো আশা রাখি। ভালোবাসা নেবেন। এর থেকে বেশি কিছু দেয়ার ক্ষমতা আমার নেই।