ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

বাংলাদেশীদের দায়ী করে পরে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিক্ষক


আরিফ রব্বানী: ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের রিচার্ড অ্যাভিনিউ প্রাইমারী স্কুলে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বৃদ্ধির জন্য বাংলাদেশিদের দায়ী করে চিঠি দেয়ার পর ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষক কারেন টড শিক্ষার্থীদের পিতা মাতাদের প্রতি লেখা এক চিঠিতে বাংলাদেশিদের নিয়ে হতাশা প্রকাশ করেন।

নভেম্বর পাঠানো চিঠিতে টড দাবি করেন, কোনো কোনো প্রাপ্তবয়স্কসম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তনিচ্ছেন যার ফলে তার স্কুলের ছাত্র, কর্মী তাদের পরিবারে কোভিড১৯ সংক্রমণেরঝুঁকিবেড়ে যায়।

 

সেই সঙ্গেআইন না মেনেঅনেকে বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং রাতের আয়োজন করছেন বলেও তিনি চিঠিতে অভিযোগ করেন।

চিঠিতে আলাদা করে বাংলাদেশিদের দিকে আঙ্গুল তুলে এবংআইন লঙ্ঘনকারীহিসেবে উল্লেখ করায় পিতা মাতা ও বাংলাদেশী কমিউনিটির লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন। সান্ডারল্যান্ডে প্রায় সাত হাজার বাংলাদেশির বসবাস।

পরে পিতামাতাদের কাছে আরেক চিঠিতে প্রধান শিক্ষক ক্ষমা প্রার্থনা করে বলেন, আমি পিতামাতাদের যে চিঠি দিয়েছি, তার জন্য আমি পুরো কমিউনিটি, বিশেষত বাংলাদেশী কমিউনিটির  কাছে ক্ষমা চাই। চিঠিটি পাঠানার জন্য আমি দুঃখিত এবং আমি এই অপরাধের জন্য দায় স্বীকার করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ