
ইউকে বাংলা অনলাইন ডেস্ক: নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অথবা যেকোনও অবৈধ পথে ব্রিটেনে প্রবেশকারী অভিবাসীদের নিরাপদ আশ্রয়ের (অ্যাসাইলাম) নিয়ম বাতিল করছে দেশটি। ব্রিটিশ দৈনিক দ্য সানডে টাইমস এ কথা জানিয়েছে।
নতুন নিয়মে বৈধ এবং অবৈধ পথে আশ্রয়ের খোঁজে ব্রিটেনে প্রবেশকারীদের সঙ্গে একই ধরনের আচরণ করা হবে না। যারা অপরাধীদের অর্থ দিয়ে অবৈধপথে দেশটিতে প্রবেশ করবেন, তারা আশ্রয় পাবেন না।
যারা প্রকৃতপক্ষেই বিপদগ্রস্ত শুধু তাদের প্রবেশের জন্যই নতুন বৈধ রুট চালু করা হবে।
বিদেশি অপরাধী এবং যেসব আশ্রয়প্রার্থী ঝুঁকিতে নেই, তাদের ফেরত পাঠানো হবে।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সানডে টাইমসকে বলেন, এই মুহূর্তে যারাই আমাদের দেশে এসে আশ্রয় চায়, তাদের সবার সঙ্গেই একই আচরণ করা হয়। তারা যে পথেই প্রবেশ করুক নির্বিশেষে সবার সঙ্গে একই আচরণ করা হবে– এটা ঠিক নয়।