ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে লন্ডন-বাংলা প্রেসক্লাবের শোক

আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে লন্ডন-বাংলা প্রেসক্লাবের শোক

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেটের সিনিয়র সাংবাদিক, দৈনিক উত্তরপূর্ব-এর প্রধান সম্পাদক, বিটিভির সিলেট অফিস প্রধান আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের শীর্ষ সংগঠন লন্ডন-বাংলা প্রেসক্লাবের সভাপতি, সাপ্তাহিক পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক, চ্যানেল-এস এর হেড অব নিউজ মুহাম্মদ জুবায়ের।
এক শোক বার্তায় তারা লন্ডন-বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে জনাব আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, জনাব আজিজ আহমদ সেলিম ছিলেন সিলেটের সাংবাদিকতা অঙ্গনের একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তার মৃত্যতে সিলেটের সাংবাদিকরা একজন অভিভাবককে হারিয়েছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুরূপ এক শোক বার্তায় লন্ডনের বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকার
প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমদ জনাব আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।-

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ