ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

স্বররাষ্ট্রমন্ত্রী কামাল, শফিউল চৌধুরী নাদেল ও মাসুক উদ্দিন জাস্ট শার্টআপ

◻️রেজা আহমদ ফয়সল চৌধুরী◻️

সিলেটের পুলিশ এসআই আকবরের নির্মম নির্যাতনে রায়হানকে হত্যার পর সেই হত্যাকান্ডটি যাতে ধামাচাপা পড়ে যায় সেটির জন্য বর্তমান স্বররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সিলেটের আওয়ামীলীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেটের মহানগর আওয়ামীলীগ নেতা মাসুক উদ্দিন কাজ করছেন বলে কেউ কেউ অভিয়োগ করেছেন। শুধু অভিযোগ নয়, সাম্প্রতিককালে তিনজনের বক্তব্য যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখবেন তারা এসআই আকবরকে বাঁচানোর ব্যর্থ চেষ্টায় লিপ্ত। গতকাল লন্ডন সময় গভীর রাতে আমার এক বন্ধু নাদেল সাহেবের সিলেটের রায়হানের বাসায় যাওয়ার এবং রায়হানের মাকে শান্তনা দেয়ার ফুটেজ  পাঠিয়েছেন। সেখানে নাদেল সাহেব বলেছেন আপনারা বেশী ভীড়ের মধ্যে যাবেন না।  ১০০ জনের মধ্যে জনকে ঢুকিয়ে দিয়ে বানচাল করে দিতে পারে। এসব কি কথা? তারপর তিনি মিডিয়ার সাথে কথা বলেছেন এবং তিনি পুলিশের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেছেন।

দ্বিতীয় ব্যাক্তি হচ্ছেন মাসুক উদ্দিন আহমদ। তিনি বলেছেন রায়হান হত্যা নিয়ে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না।

আর মদখোর স্বররাষ্টমন্ত্রী আসাদুজ্জামান কামাল স্যার বলেছেন সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে অন্য ধরনের পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে।

আমি নাদেল সাহেবের বক্তৃতা যদি পর্যালোচনা করি তাহলে কি বলবো? সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়ির এস আই আকবর রায়হানকে জীবন্ত ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করেছে। এটি পানির মত পরিস্কার। এই হত্যাকান্ডের পর রায়হানের পরিবারসহ সিলেটের মানুষ যখন রাস্তায় নেমে এসে প্রতিবাদ করছেন আকবরকে গ্রেফতারের জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছেন তখন আওয়ামীলীগের নেতারা ফালতু কথাবার্তা বলছে। মাসুক উদ্দিন সাহেব কি বলছেন? ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা নাকি মানুষ করছে। আচ্ছা এসব হাস্যকর বক্তৃতা দিয়ে মাসুক সাহেব কি প্রমান করতে চান? নাদেল সাহেব ভীড়ের মধ্যে যাবেন না বলে কি বুঝাতে চেয়েছেন? তিনি পরোক্ষভাবে রায়হানের মাকে বলতে চেয়েছেন আপনারা আন্দোলন থেকে সরে দাড়ান?  আওয়ামীলীগের স্থানীয় পর্যায়ের নেতা থেকে শুরু করে জাতীয় পর্যায়ের নেতাদের তো মানুষ চিনে। সিলেটে জায়গার দালালী কারা করে সব খবরই তো আমার মত সবার কাছে আছে। আমি কি লিখবো?  সিলেটের নেতারা কি সেটি পড়বেন? আমি কি বলবো ইউটিউবে? আপনারা শুনবেন? বাদশাহ নামক একজন প্রবাসী যে সব কথা বলেছেন আওয়ামীলীগ সভানেত্রী এবং উনার বোন সম্পর্কে সেটি কি পাবলিক শুনেছেন?

আমি ব্যক্তিগতভাবে নাদেল সাহেবকে চিনি লন্ডনে পরিচয় হয়েছিল। সাংবাদিক মুনজের আহমদ চৌধুরী পরিচয় করিয়ে দিয়েছিলেন। মাসুক সাহেবকে চিনি, মরহুম ফারুক আহমদ লস্কর ভাইয়ের মাধ্যমে তার সিলেটের জিন্দাবাজারের অফিসে পরিচয় হয়েছিল সেই নুআলাই সাঃ যামানায়। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজ এর চাইতে বেশী কিছু লিখলামনা। আমি সবিনয়ে অনুরোধ করতে চাই সিলেটের আওয়ামীলীগ নেতাদেরকে, আপনারা যদি রায়হান হত্যায় কোনো কিছু করতে না পারেন তাহলে সাবোটাজ করার চেষ্টা করবেন না প্লিজ।

মদখোর স্বররাষ্টমন্ত্রী স্যারকে বলতে চাই, স্যার গো সোশ্যাল মিডিয়া কি আপনাকে কামড়াইতাছে? আপনার দিনে রাতে মদ পান করায় বাধা প্রদান করছে? আপনার এবং বেনজীর স্যারের ব্যাবসায় কি ভাগ বসিয়েছে?  আপনি যা ইচ্ছে তাই করছেন। করে যান। ক‘দিন করবেন? সব কিছুরই শেষ আছে। বেলা শেষে রাত হয়। রাত যত গভীর হয় সকাল ততই রঙ্গীন হয়। বাংলাদেশের মানুষের সকাল কবে হবে জানিনা। তবে হবে। সব কিছুরই শেষ আছে। এটাই বিশ্বাস করি। সিলেটের মানুষকে বলবো ধৈর্য্য ধরে এগুতে হবে। প্রবাসী সিলেটি যে যেখানেই আছেন আপনারা প্রতিবাদ করুন। আমি গতকালকে ষ্ট্রেইট ডায়লগ প্রোগ্রাম করেছি। সেখানে অতিথিরা বলেছেন ৭২ঘন্টার আলটিমেটাম দেয়া হয়েছিল। আকবরকে গ্রেফতার করে বিচারের আওয়তায় নিয়ে আসতে। সরকার সেটি না করে নাদেল সাহেবকে পাঠিয়ে আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার ব্যর্থ চেষ্টা করছে।

শেষ কথা:

আমাকে আমার এক বন্ধু গতরাতে বলেছেন ফয়সল ভাই রায়হান হত্যার কিছুই হবেনা। / দিনের মধ্যে একটি নাটক হবে। সেটি মঞ্চন্থ করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাটকটি হবে রকম – রায়হানের মাকে গনভবনে ডাকা হবে।রায়হানের স্ত্রী বোন মা যাবেন। রায়হানের মাকে মাননীয় প্রধানমন্ত্রী জড়িয়ে ধরবেন, রায়হানের অবুঝ শিশুকে কোলে তুলে নিয়ে আদর করে বলবেন আজ থেকে ওকে দেখাশুনার দায়িত্ব আমার। স্বজন হারানোর ব্যথা আমি ছাড়া আর কে বুঝবে?  পত্রিকাওয়ালারা নিউজ করবে লিখবে বা টেলিভিশন বলবে সেখানে এক হৃদয়বিধারক দৃশ্যের অবতারনা হলে মাননীয় প্রধানমন্ত্রী চোখ মোছেন। অনুষ্টানে  অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন সিলেটের এমপি ও পররাষ্টমন্ত্রী ডঃ মোমেন, শফিউল আলম চৌধুরী নাদেলসহ অন্যান্যরা। এভাবেই রায়হান হত্যার শেষ দৃশ্যটি গনভবনে মঞ্চস্থ  হবে। সেই দৃশ্য এবং সেই নাটক দেখার অপেক্ষায় আছেন সিলেটবাসীসহ গোটা দেশবাসী।

বি:দ্র:

সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। লন্ডন আমেরিকা ইউরোপসহ যারা আমার সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ হুট করে কোনো কিছুই করতে যাবেন না। কাম এন্ড কোল থাকতে হবে। রায়হান হত্যার কঠিন কর্মসুচী সিলেট থেকে শুরু হবে। সিলেট থেকে শুরু না হলে আমরা যারা সাধারন প্রবাসীরা রয়েছি তারা দেব। সেখানে আওয়ামীলীগ বিএনপির দরকার পড়বেনা। আমরা সিলেটকে আকবরদের লুটপাট এবং হত্যা থেকে মুক্ত করবো ইনশাল্লাহ।

লেখক:

সাবেক ব্যবস্থাপনা পরিচালক চ্যানেল আই ইউরোপ

সাবেক সভাপতি ইউকে বাংলা প্রেস ক্লাব লন্ডন

thestraightdialogue.co.uk

১৫/১০/২০২০

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

‘মুক্তমত’ বিভাগে প্রকাশিত মতামত ও লেখার দায় লেখকের একান্তই নিজস্ব। ‘ইউকে বাংলা অনলাইন ডট কম’ সকল মতাদর্শের প্রতি শ্রদ্ধাশীল। তবে ‘মুক্তমত’ বিভাগে প্রকাশিত লেখার দায় ‘ইউকে বাংলা অনলাইন ডট কম’ এর নয়। - সম্পাদক

সর্বশেষ সংবাদ