
ইউকে বাংলা অনলাইন ডেস্ক: কোনোভাবেই পূর্ণাঙ্গ লকডাউনে ফিরবে না ব্রিটেন। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে দেশে বিধিনিষেধ আরো কঠোরভাবে আরোপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
গতকাল হাউজ অব কমন্সে ও রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, পাব, বার ও রেস্তোরাঁ বন্ধ করতে হবে রাত ১০টার মধ্যেই। তবে স্কুল, কলেজ খোলা থাকবে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে ঘর থেকে কাজের সুবিধা থাকলে ঘরে বসেই কাজ করা যাবে জানিয়ে দেন। পাব ও রেস্টুরেন্ট রাত ১০টার মধ্যে বন্ধ রাখতে হবে। সকল প্রকার রিটেইল দোকানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ব্যবহার না করলে ২০০ পাউন্ড পর্যন্ত জরিমানা।বিয়ের অনুষ্ঠানে অতিথি ৩০জন থেকে কমিয়ে ১৫জনে আনা হয়েছে এবং সকল প্রকার ইনডোর খেলাধুলা বন্ধ রাখার নিদের্শ দেয়া হয়েছে।
আগামী মাসের মাঝামাঝি নাগাদ করোনা সংক্রমণ প্রতিদিন গড়ে ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে– সম্প্রতি দেশটির প্রধান স্বাস্থ্যকর্মকর্তার এমন আশঙ্কার পর এবার নড়েচড়ে বসে বরিস জনসনের সরকার।
গতকাল মঙ্গলবার পার্লামেন্টে দেয়া এক ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আগামী ছয়মাসের জন্য কঠোর বিধিনিষেধ জারি করলেও পূর্নাঙ্গ লকডাউনে ফিরবে না তার দেশ। একই সঙ্গে রাত দশটার পর বার, পাব এবং রেস্টুরেন্টগুলো বন্ধ রাখারও নির্দেশনা দেন তিনি। জোর দেন ঘরে বসে অফিস করার ওপর।