
ইউকে বাংলা অনলাইন ডেস্ক: ব্রিটেনে দ্রুত বেড়েই চলছে করোনা ভাইরাসের সংক্রমন। এ অবস্থায় প্রধানমন্ত্রী বরিস জনসন সবাইকে সর্তক করে বলেছেন, ব্রিটেনে করোনার দ্বিতীয় তরঙ্গ আসতে পারে। ইতিমধ্যে ফ্রান্স ওস্পেনে দ্বিতীয় তরঙ্গ লক্ষ্য করা যাচ্ছে। আর তাই দ্রুত প্রদক্ষেপ হিসেবে দুই সপ্তাহের জন্য পাব, রেস্টুরেন্ট ও লেজার সেন্টারগুলোর বন্ধ ঘোষণা করা হতে পারে।
সরকারের শীর্ষ বিজ্ঞানীরা সংক্রমন হ্রাসে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি চাপ দিয়ে আসছেন। ১০ ডাউনিং স্ট্রিটও বিষয়টি নিয়ে পরিকল্পনা করছে বলে জানিয়েছে দ্যা সান।
পত্রিকাটি জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই বরিস জনসন ‘সার্কিট ব্রেকার’ হিসেবে কাজ করতে দুই সপ্তাহের সোশ্যাল লকডাউন দিতে পারেন। বিজ্ঞানীরা মনে করছেন, এর ফলে সাময়িকভাবে ভাইরাস সংক্রমন কমে আসবে।
তবে স্কুল এবং অফিস খুলা থাকবে। কিন্তু রেস্টুরেন্ট, পাব এবং লেজার সেন্টার বন্ধ থাকবে। একই সাথে সরকার আগামী ৬ মাস অনএন্ড অফ লকডাউন জারি রাখবে।
আগামী মঙ্গলবার এক টেলিভিশন বক্তব্যের মাধ্যমে বরিস জনসন এই ঘোষণা দিতে পারেন।
বিজ্ঞানীরা বলছেন, অক্টোবরের মাঝমাঝি সময়ের মধ্যে যদি কিছু না করা হয় তাহলে গত বছরের চেয়ে খারাপ পরিস্থিতির সৃস্টি হবে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।