ইউকে বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

যুক্তরাজ্যে নতুন করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু

যুক্তরাজ্যে নতুন করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন একটি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে যুক্তরাজ্যে। আগামী কয়েক সপ্তাহে প্রায় ৩০০ জনের শরীরে করোনার এই নতুন ভ্যাকসিনের ট্রায়াল হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি ।

লন্ডনের ইম্পিরিয়াল কলেজের অধ্যাপক রবিন শ্যাটক এবং তার সহকারিরা মিলে যে ভ্যাকসিনের গবেষণা করেছেন, তার ট্রায়াল হিসেবে ৩০০ জন স্বেচ্ছসেবক ইতোমধ্যেই বেছে নেওয়া হয়েছে ৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এর আগেই মানবদেহে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেন ৷ পুরো বিশ্বে প্রায় ১২০টি কোভিড ভ্যাকসিন প্রোগ্রাম চালু রয়েছে ৷ সাফল্য দ্রুত পাওয়া যাবে বলেই আশাবাদী গবেষকরা ৷

লকডাউন কাটিয়ে উঠে গোটা বিশ্বেই মানুষ নিজেদের দৈনন্দিন কাজে ফিরলেও এখনও করোনা আতঙ্ক থেকে মুক্ত নয় কেউই ৷ তাই ভরসা একমাত্র ভ্যাকসিনই ৷ করোনার প্রতিষেধক কবে পাওয়া যাবে, তা নিয়ে অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ১০ হাজার ১৬১ জন। মারা গেছেন ৪ লাখ ৮৩ হাজার ৮২১ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ