ইউকে বাংলা অনলাইন ডেস্ক: ইংল্যান্ডে ৪ জুলাই থেকে আরো শিথিল হচ্ছে লকডাউন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজ মঙ্গলবার পার্লামেন্টে তার বক্তব্যে বেশ কিছু বিষয়ে শিথিলতার ঘোষণা দেন।
এতে সামাজিক দূরত্ব ২ মিটারের পরিবর্তে ১ মিটারে নির্ধারন করা হয়েছে। ৪ জুলাই থেকে হোটেল, রেস্টুরেন্ট, সেুলন, পাব, খেলার মাঠ, মিউজিয়াম, থিমপার্ক, আউটডুর জিম, লাইব্রেরি, সোশ্যাল ক্লাব, কমিউনিটি সেন্টার চালু করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
তবে নাইট ক্লাব, স্পা, ইনডোর সফট প্লে এরিয়া, ওয়াটার পার্ক, ইনডোর জিম, নেল বার, সুইমিং পুল আপাতত না চালু করার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, সামাজিক দূরত্ব সাপেক্ষে ৪ জুলাই থেকে এক ঘরের সদস্যরা অন্য ঘরের সদস্যদের সাথে দেখা করতে পারবেন। আর আগে অনুমতি ছিলো নিকট আত্মীয়দের ক্ষেত্রে। এখন প্রতিবেশিরাও অন্যদের ঘরে যাবার অনুমতি পেয়েছেন।
প্রধানমন্ত্রী ৪ জুলাই থেকে ২ মিটারের পরিবর্তে এক মিটারের বেশি সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা বানিজ্য করতে উৎসাহ দেন। তিনি বলেন, সাধারণ মানুষদের উচিত সংক্রমণ কমাতে সামাজিক দূরত্ব মেনে চলা।