ইউকে বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় ১৭১ জনের মৃত্যু : আক্রান্ত ৮৭৪ জন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে হয়েছে ১৭১ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল সোমবার ছিলো ১৫জন, রবিবার ছিলো ৪৩ জন, শনিবার ছিলো ১২৮জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৯২৭ জন। মৃত্যুর এই পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড সোশ্যাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭৪ জন। গতকাল সোমবার ছিলো ৯৫৮জন, রবিবার ছিলো ১২২১ জন, শনিবার ছিলো ১২৯৫ এবং শুক্রবার ছিলো ১৩৪৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ২১০ জন।

বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪৬ জন, স্কটল্যান্ডে নতুন করে ৪জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, ওয়েলসে ১ জনের মৃত্যু হয়েছে এবং উত্তর আয়ারল্যান্ড নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড সোশ্যাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ