ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

ইংল্যান্ডের সমস্ত দোকান সোমবার থেকে খুলতে পারবে – বিজনেস সচিব

ইউকে বাংলা অনলাইন ডেস্ক: সোমবার থেকে ইংল্যান্ডে সমস্ত অ-অপরিহার্য দোকান পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বিজনেস সচিব ।

অলোক শর্মা বলেছেন, লকডাউন নিষেধাজ্ঞাগুলি অপসারণের জন্য পাঁচটি পরীক্ষায় যুক্তরাজ্য “চালিয়ে যাচ্ছে ।

তিনি বলেন, খুচরা বিক্রেতারা যতক্ষণ সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করবেন ততক্ষণ দোকান খুলতে পারবেন।

২ মিটার সামাজিক দূরত্বের নিয়ম হ্রাস করার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে মিঃ শর্মা বলেন, “আমরা এই বিষয়গুলি পর্যালোচনা করে রাখি” তবে কোনও তারিখ দেবো না।

উত্তর আয়ারল্যান্ডে, শুক্রবার থেকে সমস্ত দোকান খোলার অনুমতি রয়েছে। স্কটল্যান্ড এবং ওয়েলসের দোকানগুলি পুনরায় চালু করার জন্য কোনও তারিখ নির্ধারণ করা হয়নি, যদিও প্রতিটি দেশই লকডাউন উত্তোলনের জন্য পরিকল্পিত পর্যায় নির্ধারণ করেছে।

মঙ্গলবার সরকারী পরিসংখ্যানে দেখা গেছে, করোনা ভাইরাসের জন্য ইতিবাচক পরীক্ষার পরে মারা যাওয়া লোকের সংখ্যা ২৮৬ বেড়ে মোট ৪০,৮8৩ জন হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার সরকারী পরিসংখ্যান প্রকাশিত হয়েছে।

এর আগের দিন যুক্তরাজ্যে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা ছিল ৫৫ ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ