ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

নিষেধাজ্ঞা অমান্য ক‌রে ফ্রা‌ন্সে অ‌ভিবাসী‌দের বি‌ক্ষোভ

নিষেধাজ্ঞা অমান‌্য ক‌রে ফ্রা‌ন্সে অ‌ভিবাসী‌দের বি‌ক্ষোভ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :  ফ্রান্স সরকা‌রের লকডাউন নিষেধাজ্ঞা উ‌পেক্ষা করে প্রায় তিন লক্ষা‌ধিক অ‌নিব‌ন্ধিত অ‌ভিবাসীদের বৈধতার দাবী‌তে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে দেশ‌টিতে বসবাসকারী হাজা‌রো অ‌ভিবাসী ।

গত শ‌নিবার (৩০ শে মে ) দুপু‌রে রাজধানী প‌্যা‌রি‌সের ব্লাস দা মাদ‌লিন ও অ‌পেরা থে‌কে শুরু হওয়া মি‌ছি‌লে অ‌ভিবাসী‌দের অ‌ধিকার এবং সুরক্ষা নি‌য়ে কাজ ক‌রে এমন প্রায় শতা‌ধিক সংগঠ‌নের নেতৃ‌ত্বে অংশ নেয় ক‌য়েক হাজার অ‌ভিবাসী ।

ক‌রোনা ভাইরা‌সের সংকটকা‌লে সম্প্রতি ফ্রা‌ন্সের শতা‌ধিক সংসদ সদস‌্য সহ সি‌নেটররা দে‌শের অ‌নিব‌ন্ধিত অ‌ভিবাসী‌দের বৈধতার জন‌্য প্রধানমন্ত্রীর বরাবর আবেদন কর‌লে তা নাকচ হবার পর এই প্রেক্ষি‌তে বি‌ক্ষো‌ভের ডাক দেয় অ‌নিব‌ন্ধিত অ‌ভিবাসী আন্দোলকারীরা ।

বিপুল সংখ্যক পুলিশী বেষ্টনীর মধ্যে দিয়ে যাত্রা করা বিক্ষোভ মিছিলটি ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আয়োজনকারীরা । পরে আইন অমান্য করায় ৯২ জনকে গ্রেপ্তার করে ফ্রান্স পু‌লিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ